Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৩০% বিনামূল্যে চিকিৎসা

সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত (শুরু থেকে জুন ২০১৯ পর্যন্ত) সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে বাস্তবায়িত সমাপ্ত প্রকল্পের আওতায় ৩৯ টি হাসপাতাল/সংস্থা থেকে ৩০% গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়:

 

ক্রম.

প্রকল্প/প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

লক্ষ্য ও উদ্দশ্যে

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি হাসপাতাল, শংকরপুর, আলেখারচর, কুমিল্লা।

১.অপারেশনের মাধ্যমে দৃষ্টিহীনতা প্রতিরোধ ও প্রতিকার করা

২.অন্ধ জনিত কারনে গ্রামীণ এলাকায় বসবাসকারীগণের চক্ষু চিকিৎসা, পরামর্শ ও সচেতনতা সৃষ্টি করা

৩. ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

চাঁদপুর ডায়াবেটিক সমিতি হাসপাতাল

স্থাপন, চাঁদপুর সদর, চাঁদপুর।

১ ডায়াবেটিক রোগীদের সূচিকিৎসার বন্দোবস্ত করা।

২. দরিদ্র এবং তরুণ ডায়াবেটিক রোগীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সমাজে

পুনবার্সন করা

৩. ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা।

এস্টাবলিশমেন্ট অব লক্ষীপুর ডায়াবেটিক হসপিটাল, লক্ষীপুর

ক) ১০০ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা;

খ) ডায়াবেটিক ও ডায়াবেটিক সংশিস্নষ্ট অন্যান্য অন্যান্য রোগ প্রতিরোধের জন্য জনগণকে সচেতন করা;

গ) ডায়াবেটিক রোগের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা  তৈরী করা ;

ঘ) সাধারণ চিকিৎসা সেবা প্রদানের  মাধ্যমে এ এলাকার জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা;

ঙ) কমপৰে ৩০% রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা; এবং

চ) প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও সেবা এবং নার্সিং সম্পর্কিত প্রশিৰণ প্রদান।

এস্টাবলিশমেন্ট অব শহীদ এটিএম জাফর আলম ডায়াবেটিক এ্যান্ড কমিউনিটি হসপিটাল, উখিয়া, কক্সবাজার

১) কমিউনিটি বেইজড হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে অত্র এলাকাল রোগরি সার্বিক শারিরীক অবস্থার উন্নয়ন করা;

২) ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৫ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা;

৩) সাধারণ চিকিৎসা সেবার মাধ্যমে অত্র এলাকার জনগণ এবং ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্য সেবা মান উন্নয়ন করা; এবং

৪) ন্যূনতম ৩০% গরীব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা।

এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া

১) ২০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে হৃদরোগ রোগীদের চিকিৎসা সেবা, রোগ নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা;

২) প্রথম পর্যায়ে ৫০ শয্যা হৃদরোগ হাসপাতাল নির্মাণ করা;

৩) হার্টের রোগীদের জন্য আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা;

৪) নির্দিষ্ট কিছু রোগীদের চিকিৎসা ব্যয় হ্রাস করা এবং ৩০% গরীব হৃদরোগ রোগীদের ইনডোর-আউটডোর ও পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সেবা প্রদান করা;

৫)স্থানীয় জনগণের মধ্যে সেমিনার, ওয়ার্কশপ ও গণমাধ্যম এর হৃদরোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করে তোলা;

৬) ডাক্তার, নার্স ও প্যারামেডিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা; এবং

৭) হৃদরোগ সংক্রান্ত বিষয়ে সঠিক রোগ নির্ণয়ে আরো গবেষণা চালিয়ে যাওয়া।

এস্টাবলিশমেন্ট অব সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল, সোনাইমুড়ি, নোয়াখালী।

ক) নোয়াখালী ও এর আশপাশের জেলার জনগণকে উন্নত চৰু সেবা প্রদানের জন্য একটি অলাভজনক চৰু হাসপাতাল স্থাপন;

খ) অন্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ইনডোর ও আউটডোর সুবিধাদি সৃষ্টি;

গ) চৰু শিবিরের মাধ্যমে স্কুল ও কলেজগামী শিৰার্থীদের চৰু পরীৰা করা;

ঘ) কমপৰে ৩০% গরীব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা প্রদান।

ঙ) চৰু বিষয়ে জনসচেতনতা তৈরীর লৰ্যে ওয়ার্কসপ/ সেমিনার আয়োজন।